বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

কবিতাসম্ভোগ- মাসুম সরকার

কবিতারও শরীর থাকে
থাকে অবয়ব, সুগঠিত স্তন
নিতম্ব, গ্রীবা
মসৃণ ত্বকের সুষমা,
থাকে কি-বা
প্রশ্রয়ের অনুপম ক্ষণ
বিরাগ কিংবা ক্ষমা।

কবিতাও কাড়ে মন,
প্রতিষ্ঠার দেয়াল ভেঙ্গে উদ্বাস্তু প্রেম
ঘরছাড়া বিবাগী যেমন।

কবিতাও সম্ভোগবঁধু
সংগোপনে আত্মক্ষরণ
কবিতার গভীরে স্খলনে
প্রেমিকের কাঙ্ক্ষিত মরন।


১৬.০৮.০৮
বাস্তুভিটা, সিরাজগঞ্জ


কাব্যগ্রন্থঃ কবিতাসম্ভোগ
প্রকাশনীঃ প্যাপিরাস
প্রথম প্রকাশঃ ২০০৮