মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

ভালোবাসি ভালোবাসি—সুনীল গঙ্গোপাধ্যায়।

"ভালোবাসি ভালোবাসি"
                —সুনীল গঙ্গোপাধ্যায়।

ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমি ও অংশীদার,
শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময়
পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম—
ভালোবাস?
ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে- যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে
বলবে
ভালোবাসি, ভালোবাসি.......

ধরো কোথাও যাচ্ছ তুমি
দেরি হয়ে যাচ্ছে, বেরুতে যাবে
বাধা দিয়ে বললাম ভালোবাস?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত
বুলাতে বুলাতে বলবে
ভালোবাসি, ভালোবাসি......

ধরো প্রচন্ড ঝড়
উড়ে গেছে ঘরবাড়ি, আশ্রয় নেই
বিধাতার দান এই পৃথিবীতে বাস
করছি দুজনে,চিন্তিত তুমি
এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি মাথায় হাত রেখে বলবে
ভালোবাসি, ভালোবাসি......

ধরো সব ছেড়ে চলে গেছ কত দূরে
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি- ভালোবাস?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই আমাকে বলবে
ভালোবাসি, ভালোবাসি.....

যেখানে যাও,যেভাবেই থাকো,না থাকলে ও
দূর থেকে ধ্বনি তুলো
ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি.....
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর
বুঝবো
তুমি আছো, তুমি আছো;
ভালোবাসি, ভালোবাসি.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন