মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

সাদা-কালো--সাইদ জামান

সাদা-কালো
        --সাইদ জামান

আমি রং বদলানো গিরগিটি দেখেছি
দেখেছি বেলফুলের শুভ্র পবিত্রতা।।
আমি সমুদ্রপারে আয়েশি সূর্যস্নান দেখেছি
দেখেছি দুর্দান্ত শীতে বস্ত্রহীন অসহায়ত্ব।।
আমি বাবুই পাখির শৈল্পিক নিবাস দেখেছি
দেখেছি ছাপরা ঘরে গুটিসুটি মানবতা।।
আমি কৃষ্ণচূড়ার ডালে আগুনরঙ্গা ফুল দেখেছি
দেখেছি সাম্প্রদায়িকতার আগুনে পুড়ে যাওয়া সিঁথির সিঁদুর।।

আমি দেখেছি আমি হেসেছি
আমি দেখেছি আমি কেঁদেছি
কখনও হাসতে হাসতে কেঁদেছি
কখনও কাঁদতে কাঁদতে হেসেছি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন