শুক্রবার, ৯ মে, ২০১৪

পথিকের আত্নকথা

হাঁটছি আমি
অনন্ত পথ
অনেক দিন
পথের মাঝে
স্বপন দেখে
হই রঙ্গিন
ভাবছি শুধু
হাঁটতে থাকি
আপন মনে
ছোট ছোট
স্বপ্ন আঁকা
পথের বাঁকে
ছুঁয়ে দিলেই
মিলিয়ে যায়
হাওয়ার মাঝে
ঘোরের টানে
স্বপন সাজাই
নিজের মত
হাওয়ার সনে
যুদ্ধ চলে,
অবিরাম-অবিরত
লুকিয়ে রাখা
দুঃখ সকল
আছে যত
মনের ক্ষত
তবু হাসি
স্বপ্ন দেখি
আপন আলোয়
আপন মনে
পথগুলো আজ,
চলছে ছুটে
পথের টানে
সময় ঘোড়া,
ছুটছে বুঝি
সময় পানে
আমি পথিক
চলছি শুধু
ভুল পথে
শুদ্ধ পথ
খুঁজছি আজ
উলটো রথে।।

**বিষন্নতা একটি রোগ। চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে। যেকোনো সময়, যেকোনো বয়সে এটা হতে পারে। আমি সময় ও বয়সের মাঝেই বসবাস করি। সুতরাং...!

রাশেদুজ্জামান রন।
০৯.০৫.২০১৪ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন