শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

বৃষ্টি কথা বলো- রাশেদুজ্জামান রন।

আমি ছুট্টি দিলাম তোমাদের
কষ্টের ছটায় আর ভেঙ্গে পড়তে হবেনা
ক্যানো কুড়োবে বাষ্পীয় ভালবাসা
গুমোট ভাব ভুলে মেতে ওঠো
হিমেল হাওয়াকে ডেকোনা
থাকি কিছুদিন ছন্নছাড়া
চলো ঘুরতে যাই মাসি-পিসির বাড়ী
কিংবা আড্ডাবাজ বন্ধুকে দেখে আসি
খুঁজুক তারা, ডাকুক দেখি...!


হন্যে হয়ে খুঁজছি শীতল বিবিকে
গাছ-গাছালী খুঁজছে তাকে
পাখ-পাখালী অস্থির তার জন্যে
তার চেয়েও বেশি চায় আদম পাখি
ভালবাসা নয়, শারীরিক চাহিদা

না বুঝে কষ্ট দিয়েছি অনেক
বুঝে দিয়েছি তার চেয়েও বেশি
অভিমানী চোখের জল শুকিয়েছে
কথা নেই মুখে
শুধু পালিয়ে বেড়ানো

তোমাদের ছুটি, শেষ কবে,
বলে যাও প্রিয়!
ফিরে এসো, সূর্যকে দাও ছুট্টি!

২৬.০৪.১৪

1 টি মন্তব্য: