বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪

নাগরিক ভালবাসা- রাশেদুজ্জামান রন।

যে তোমার সাথে কথা বলতাম, ঘন্টার পর ঘন্টা
কারণে আর অকারণে
কথা শেষ হতে না হতেই ভাবতাম
কি যেনো বলা হলোনা!
আবার ডায়াল করার সাথেই
ফোনটা বেজে উঠতো বিরক্তি সহকারে
তোমার আনন্দের কাছে তা ছিল
অতি গৌণ!


সেই তুমি আজো আছো
একই শহরে, পাশাপাশি
তোমাকে ভাবতে গেলেই
কারণ খুঁজতে হয়
অকারণে সেলফোন থাকে বহুদুরে
কী বলবো, সাজাতে হয় মনে মনে
তোমার দেয়া সুনীল, সঞ্জীব
আজ ধুলোয় মাখামাখি
হুমায়ুন পড়ে আছে বড় অযতনে
শুধু র‍্যাপিং পেপারে মোড়ানো
আমাদের ভালবাসা
সেই আগের মতোই দোলা দিয়ে যায়!


২৩.০৪.২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন