বুধবার, ২ এপ্রিল, ২০১৪

দাগ টেনে যায়- রাশেদুজ্জামান রন।

বলি রেখা,
তুমি কেমন আছো, বয়সের ভারে কি নূজ্ব হয়ে পড়েছো

করুণ হাসি তোমার ঠোঁটে একদম মানাচ্ছেনা!
কপাল হতে কপোলে এসেছো, তবুও পথচলা শেষ হয়নি,
সমস্ত তনু জড়িয়ে আছো পরম মমতা-ভালবাসায়
বলি রেখা, এসব হচ্ছে কি

আর কতদিন, চিন্তাগুলি তোমার কোলে ধরে রাখবে,
তোমার কি অবসর নেই,
কাঁদছো তুমি

যৌবনে কত স্বপ্ন দেখেছো, পুড়িয়েছো কত দুঃখ-ব্যথা
বহন করেছো সূখের আশায় মিথ্যে কত স্বপ্ন সাধ
তাহলে কেন ভেঙ্গে পড়েছো

ওঠো! দাঁড়িয়ে দেখো পুবাল হাওয়া
অনুভবে আনো চির শান্তি
মিলিয়ে যাও গভীর বিষাদে
অনেক দূরে পালিয়ে যাও
হয়তো তোমার আশা পূরণ হবে
বলি রেখা তুমি শান্ত হও

এই না হলো সাহস তোমার। কথা মানতে পারো তুমি
কেটে গেল অ...নে...ক দিন!

ওমা! লক্ষ্মী বলি রেখা, তুমি ফিরে এসেছো
সত্যি বন্ধু, তোমার ভীষন প্রয়োজন এই দুর্দিনে
বলি রেখা তোমার নিস্তার নেই।
থাকো আমার সাথে...!




২৭।০৮।০৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন