বুধবার, ২৬ মার্চ, ২০১৪

পতাকা- রাশেদুজ্জামান রন।

সুনসান নিরবতা...!

একটা বিরান প্রান্তর...
মরচে পড়া আধো সোনালী রঙ
কিংবা স্যাঁতস্যেঁতে শ্যাওলা মাটিময়
অথবা পুড়ে যাওয়া ছাই রঙ্গা বুকের জমিন!

লাল রঙ বৃষ্টিতে ভাসিয়ে দু'কূল
পাজরের হাড় ক'খানা
ছিন্ন-বিছিন্ন শাড়ী
বেড়িয়ে আসা লজ্জায় নত করোটি!

বারুদের গন্ধে মাতম তোলে
হিংস্র হায়েনা
সঙ্গমে রত শুয়োরের দল
অবলীলায় ভুলে যায় মনুষ্যত্ব
ধম্মের বাণী পদতলে
নীতির বালাই নেই
ম্যাকিয়েভেলি ধন্যবাদ তোমায়!

মহা প্লাবন শুরু হয় জনন যন্ত্রে
উগড়ে দেয় রিক্ত হস্ত
ছোট্ট ডেভিড ছুটে চলে
গোলিয়াথের খোঁজে...!

মায়ের হাসি
বোনের টিকলি
বাবার চটি
দিদার চশমা
ফিরিয়ে দিতে চাই!

কাঁদতে থাকে শিশু তপ্ত চোখে
জলে জলে সিজিত প্রান্তর
সবুজে সবুজে গাঢ় সবুজ
ঢেলে দিলাম পাজরের লাল!

*মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লে, মুক্তিযোদ্ধা ও পতাকা দেখলে, দেশের গান শুনলে বুকের ভিতর ক্যামন যেনো করে...! প্রবাসীদের নিশ্চয় আরো বেশি করে! আমার সেই সমস্ত ভাই ও বন্ধুদের তরে...
রাশেদুজ্জামান রন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন