বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

টুকরো সংজ্ঞা- রাশেদুজ্জামান রন।

বসন্ত। পলাশ ফুলের মাতামাতি,
বন্ধুদের কোলাহল!
নতুনের সাথে পরিচয়, সব ভাললাগে,
এর মাঝেও চোরাটান। বিষাদ, না উচ্ছলতা?
কার কাছে এ প্রশ্ন, জানিনা।


ভবঘুরে। বস্তিতে তোর জায়গা নাই।
ধিক্কারের শোরগোল!
স্ব-জাতির সাথে কোন্দল। সব কিছু ফাঁকা লাগে,
এর মাঝেও গায় গান। হাসি, না উপহাস?
কে জানে এর উত্তর, আমি জানিনা।


বন্ধু। কৃত্রিমতার চরম প্রকাশ,
আবেগের বেদম ছড়াছড়ি!
অভিনয়ের পাঠ শেখা, সব কৌশল ছেলেখেলা,
তবুও সেই অমোঘ ভাষণ, "তোমায় খুব ভালবাসি।"
ন্যাড়া পাগল! বেলতলায় ক'বার যাবি?


শত্রু। সেওতো ভাল,
হলে সত্যের মহান বিজয়!
স্বকীয় শক্তির ভাষা, দারুণ ভাবে জানান দেয়,
তার ছাঁয়া মাড়িয়ে যাবো, ভয় পাই নিজেকে।
ভেবে তুই, বল দেখি, আমি কে?


২৭।০২।২০০৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন