বুধবার, ১২ মার্চ, ২০১৪

জড় পথিক- রাশেদুজ্জামান রন।

উচ্ছন্নে যাওয়া স্বপ্নগুলো
ডানা মেলেছে,
অন্ধকারে পথ হাঁতড়ে বেড়ায় পথের আলো যুগো্‌ল,
তাই পথেই দাঁড়াই।
আগলে দাঁড়ানো পথ ছিল সংকীর্ণ,
পরের চর্চায় পরনিন্দা হয় হতভম্ব,
মানুষের ধ্বজা ধরে উড়িয়েছি আশার ছাই।


বেড়ালের জ্বলজ্বলে চোখ খোঁজে বাসাহার,
হিংস্রতা নয় ক্ষুরধার প্রয়োজনীয়তা শেখায় দক্ষতা,
মায়ার বাঁধনে বলে ওঠে মিঁউ মিঁউ,
তপ্ত নিঃশ্বাসে ভারি হয়ে ওঠে ভালবাসা,
ওম ছড়িয়ে যায়!

আজ শুধু উষ্ণতার যুদ্ধ, বাজবে রণদামামা,
কূটচালে ঘায়েল শত্রুপক্ষ,
নিজের অজান্তেই হয়তো, পরাজয়ের ছোঁয়ায় আক্রান্ত,
বুঝতে পারছিনা!
যুক্ত হবেনা ছেঁড়া পাল,
তড়তড়িয়ে যাওয়া হয়নি কোনোদিন,
তাই স্বপ্ন দেখা বন্ধ করেই হাঁটতে থাকো...!


২৪।০৮।০৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন