বুধবার, ১২ মার্চ, ২০১৪

স্বাধীনতা তুমি- রাশেদুজ্জামান রন

স্বাধীনতা তুমি, স্ব-অধীনতার আবরণে জড়িয়ে থাকা শ্বেতপত্র
স্বাধীনতা তুমি, নাম না জানা দুঃখী মানুষের রক্তে লেখা মানচিত্র
স্বাধীনতা তুমি, কঠোর শ্রমে সৃষ্টি হওয়া আবীর ছড়ানো মাঠ
স্বাধীনতা তুমি, তরুণ তুর্কী, বীর আসাদের রক্তে ভেজা শার্ট

পশ্চিমাদের নিপুণ থাবায় দ্বি-চক্রের সংঘাত
শোষকের রুপে দুই বেহায়ার মিলিত বাদ-বিবাদ
স্বাধীনতা তুমি, উত্তাল গতিতে সৃষ্টি করেছো, সাত মার্চের ভাষণ
স্বাধীনতা তুমি, মীরজাফর ও রাজাকারদের মিথ্যা আস্ফালন

গোপনে পালানো, ছোটাছুটি আর হৃদয়ের আহাজারী
মা ছাড়ে শিশু, মাতৃভূমি আর মানুষ শত সারি
ন'মাসে শেষ প্রসব বেদনা, বাঙ্গালীর হুংকারে
পরাজিত হয়ে হায়েনা শাবক, সোনার বাংলা ছাড়ে

স্বাধীনতা তুমি, এলে বীরবেশে রক্ত দেবার পর
দেখেছে বিশ্ব; অবাক নেত্রে, নরপশুদের ঝড়
স্বাধীনতা তুমি, ধ্বংস বিপুল সীমাহীন শুন্যতা
ছিন্ন আত্নায় মিলেছে তবুও মুক্তির বারতা

স্বাধীনতা তুমি, পরাধীনতার 'নামবাচক' শৃংখল
স্বাধীনতা তুমি, খুলে দাও সব সম্ভাবনার অর্গল
স্বাধীনতা তুমি, পতাকা জড়ানো হৃদয়ের সততা
স্বাধীনতা তুমি, মনের শক্তি, তুমি-ই স্বাধীনতা।


রাশেদুজ্জামান রন

২০০৭


*** কবি রাশেদুজ্জামান রন এই কবিতাটি লিখেছিলেন ২০০৭ সালে। ২০০৭ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে টেলিটক "স্বাধীনতা তুমি" শিরোনামে কবিতা আহ্বান করে। সেই ফরমায়েশ পূরণ করতে কবিতাটি লেখেন কবি রাশেদুজ্জামান রন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন