সোমবার, ২৪ মার্চ, ২০১৪

ভারবাহী পশু- রাশেদুজ্জামান রন।

শৈশব-কৈশোর ছাড়িয়ে যৌবনের উত্তেজনায় মিশে থাকে
অনেক আশা
ভালবাসার ভাববাদী সংক্রমণে উড়ে আসে এক ঝাঁক স্বপ্ন,
আশা ও স্বপ্নের সংমিশ্রণে সৃষ্টি হয় পাওয়া না পাওয়ার
খেরো খাতা
বংশ দন্ডের উচ্চ লম্ফে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে অনাগত ভবিষ্যত
সন্তান! তুমিতো আমার দুঃখ মোচনের শোষক পেপার
শুষে নাও আমার যত দুখ...
সত্যি, পারো কি তাই
আজো হিসেব মেলেনি

সব বন্ধন ছিন্ন করে বৈষয়িক ভাবনায় গড়ে ওঠে একজন ভারবাহী পশু
উত্তেজিত প্রতিবাদ বা মিঁইয়ে পড়া মৌনতায় জমে ওঠে কানাকানি
অভিমানগুলো স্বার্থপরতার ঢঙ্গে আত্নপ্রকাশ করে আপন আলয়ে
প্রকাশ্যে ভালবাসা পূর্ণরুপে এলেও আড়ালেই তার কদর্য রুপ
এ যেনো মুদ্রার এপিঠ-ওপিঠ!

বৈষয়িক লালসায় পশু হয় স্বার্থপর পাষাণ
সম্পদের লোভে বন্ধন হয়ে পড়ে কন্টকময়
অস্থি-চর্ম সার খোলসের ভিতরে ভারবাহী পশু,
বলে ওঠে, "আমাকে মুক্তি দাও!"

শুরু ও শেষের কান্নার মাঝে কোনো পার্থক্য খুঁজে পাইনা
ভারবাহী পশু, কী হবে এসব দিয়ে?

*বৈরাগ্য ভাববেন না, উপলব্ধি ভাবুন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন