শনিবার, ১৫ মার্চ, ২০১৪

পাগলা হাওয়া- রাশেদুজ্জামান রন।

উনপাজুরে মনে লেগেছে ঊনপঞ্চাশের বায়ু
তরু-অরণ্যে নতুনের আহ্ববান
পাখ-পাখালীর ডাকাডাকি, ভেঙ্গে ফেলে সব অর্গল।
সঙ্গম কাল কি আসন্ন?

শিরায় শিরায় কামের আগুন
প্রেয়সীর ঠোঁটে কোমল চুম্বন
নত আজ কামাতুর দৃষ্টি...
বিরহী কোকিলের গান থেমে যায়

হাওয়ার বেগে নাচতে থাকে হাওয়ার গাড়ি
চোখে ভাসে রঙ্গিন স্বপ্ন সারি সারি
সেই সাদা-কালো স্বপ্ন হলো আজ সত্য
আহা! ইহাই কি বসন্ত?

*আমিও ভাবছি...এটাই কি বসন্ত!


১৬।০৩।২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন