সোমবার, ২৪ মার্চ, ২০১৪

বৃত্ত- রাশেদুজ্জামান রন।

জানালা গলে উঁকি দিয়ে যাচ্ছে রুপালী চাঁদ
মৃদুমন্দ হাওয়ার সাথে জোট বেঁধেছে
নিরাবরণ দেহে আছড়ে পড়ে চুম দেয়
এলো চুলের নরম ছোঁয়া

আবেশ ছড়ানো স্পর্শে মাতাল প্রকৃতি
নোনা জল শুষে নেয় দুঃখগুলো
নৈঃশব্দের মাঝে খেলা করে ঝিঁঝিঁ পোকা...
জোনাক হারিয়েছে তাবৎ আলো
ধর্ষিত আজ চাঁদের কাছে
তবুও আনন্দিত, লাজ-শরমের বালাই নেই

একাকি নির্ঘুম
ভেবে চলেছি, "আমরাও তো তাই...!"
প্রকৃতির কাছে হেরে চলেছি প্রতিনিয়ত
তবু দর্প কমেনা একটুও

অহংবোধের দোরে দেয়াল তুলেছি
আমিত্বের ইট-বালুতে
খসে পড়া দেহ লুকোতে
খুঁজে নেই মিথ্যে ছল-ছুতো

শেষে খুঁজে ফিরি আমি কে, তুমি কে?

২৪।০৩।১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন